Home ইসলামিক ঘটনাইসলামিক ঘটনা অভাববোধ করলে আল্লাহকেই বলব

অভাববোধ করলে আল্লাহকেই বলব

by Jahirul.Islam
239 views

তাপসী রাবেয়া বসরী ছিলেন পরিপূর্ণ সন্তুষ্ট হৃদয়।

তাঁর এ সন্তুষ্ট হৃদয়ে কোন অভাব বোধ ছিল না, তাই ছিলনা কোন অভিযোগও।

চাইবারও ছিলেনা কারও কাছে কিছু তাঁর।

হযরত রাবেয়াকে অনেক সময়ই ছিন্ন বসনে দেখা যেত।

একদিন বসরার একজন অভিজাত লোকের এটা হৃদয় স্পর্শ করল।

সে বলল, ‘মা, যদি আপনি অনুমতি দেন, তাহলে অনেকেই আছে যারা আপনার সকল অভাব দূর করতে কৃতজ্ঞ বোধ করবে।’

রাবেয়া উত্তরে বললেন, ‘হে আমার পুত্র, বাইরের লোকের কাছে আমার অভাবের কথা বলতে লজ্জাবোধ করি।

সমগ্র দুনিয়ার মালিক আল্লাহ।

যদি আমি অভাব বোধ করি, তাহলে এটা দূর করার জন্য আল্লাহকেই আমি বলবো।’

Related Articles

Leave a Comment