আমরা যে সম্পর্কগুলোকে হালাল মনে করছি, অথচ সেগুলো হারাম সম্পর্ক!


আমরা যে সম্পর্কগুলোকে হালাল মনে করছি, অথচ সেগুলো হারাম সম্পর্ক!

?

 ভাবী মায়ের মত! 

❌
?

দেবর ছোট ভাইয়ের মত! 

❌
?

শালী ছোট বোনের মত! 

❌
?

দুলাভাই বড় ভাইয়ের মত! 

❌
?

ভাসুর বড় ভাইয়ের মত! 

❌
?

 (কাজিনরা)ও ভাই/বোনের মত! 

❌

#থামুন_থামুন_থামুনঃঃ
উপরের সম্পর্কগুলো সবই গায়রে মাহরাম। ইসলামে একটাও জায়েজ নেই। আপনি কি মনে করছেন, আপনার কথায় ইসলাম চলবে??
#গায়রে মাহরাম কখনোই মাহরামের মত হতে পারে না।
আল্লাহ যেটাকে হারাম করেছেন, সেটা চিরদিনের জন্যই হারাম। আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা চিরদিনের জন্যই হালাল। আপনি হারাম কে হালাল মনে করলে বেঈমান হবেন। #তাই_সাবধান।
নিজের যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম কে মানলে পরিপূর্ণ ই মানেন। আপনি দাবী করবেন মুসলিম, আবার ইসলামের হারাম জিনিসকে হালাল মনে করবেন, তা কখনোই হতে পারে না।
আপনি যদি মহান আল্লাহ তা’য়ালার হারাম করা একটা বিষয় কে হালাল মনে করে করেন, তাহলে আপনার ইমান থাকবে না। আর হারাম কে হালাল মনে করলে আপনি অবশ্যই ফেতনায় পরবেন।

কবীরা গোনাহগার হবেন।
উপরোক্ত বিষয়গুলোকে আমরা হালাল মনে করে যিনাতে লিপ্ত আছি। সমাজের দিকে থাকান, দেখবেন কত অবৈধ কাজ হচ্ছে। নন-মাহরাম যে কারো সাথে সরাসরি কথা বলা অবশ্যই পাপের কাজ এবং জিহ্বার যিনাহ হবে।
যদি কথা বলার প্রয়োজন হয়, অবশ্যই অন্তরালে কথা বলতে হবে। হয় পোশাকের অন্তরাল, না হয় দেয়ালের অন্তরাল।
পরিশেষে বলবো, আল্লাহ যেনো আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করেন। হালাল, হারাম, বিবেচনা করে চলার এবং মানার তাওফিক দান করেন।

?
?
?

আমিন সুম্মা আমিন

?
?
?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *