Home হাদিস আল্লাহ আপনাকে হাসি মুখে রাখুন এরুপ বলা- সম্পর্কে।

আল্লাহ আপনাকে হাসি মুখে রাখুন এরুপ বলা- সম্পর্কে।

by Jahirul.Islam
249 views

৫১৪৪. ঈসা ইবন ইবরাহীম (রহঃ) ….. ইবন কিনানা (রহঃ) তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলে, আবূ বকর (রাঃ) অথবা উমার (রাঃ) বলেনঃ আল্লাহ আপনাকে সব সময় হাসী মুখে রাখুন।

باب فِي الرَّجُلِ يَقُولُ لِلرَّجُلِ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ

حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْبِرَكِيُّ، وَسَمِعْتُهُ مِنْ أَبِي الْوَلِيدِ الطَّيَالِسِيِّ، وَأَنَا لِحَدِيثِ، عِيسَى أَضْبَطُ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْقَاهِرِ بْنُ السَّرِيِّ، – يَعْنِي السُّلَمِيَّ – حَدَّثَنَا ابْنُ كِنَانَةَ بْنِ عَبَّاسِ بْنِ مِرْدَاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ ضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ أَوْ عُمَرُ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ ‏.‏

Related Articles

Leave a Comment