একটি বালক একজন ভিখিরিকে এক কড়া কড়ি একদিন ভিক্ষা দিল। টিফিনের জন্য পাওয়া কড়ি থেকে সে গরিব দুঃখীকে ভিক্ষে দিল টিফিনের জন্য খরচ না করে।
মাত্র এক কড়া, দেখে ভিখিরি রেগে সেটি ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল সেখান থেকে।
বালকটি তাকে ডেকে বলল, ‘এক কড়াকে এমন তুচ্ছ করছ কেন ভাই?
দেখো, মা বাবাদের মুখে শুনেছি, এ অঞ্চলেরই একজন লোক মাত্র এক কড়া করে কড়ি ভিক্ষে করে এক লক্ষ মুদ্রা সঞ্চয় করেছিল।
যত ক্ষুদ্রই হােক অর্থকে তুচ্ছ করতে নেই। আজ যদিও ফেলে দিয়েছ, কাল থেকে তুমি ফেলে দিও না ভাই; যার যা সামর্থ্য সে তো তাই দেবে।
এতে তোমার রাগ করার কী আছে?
কড়ির মূল্য ভিখিরি কতটা বুঝল, কে জানে! .