Home ইসলামের পঞ্চস্তম্ভসাওম - রোজা ওজুর সঠিক নিয়ম ও দোয়া,রোজা রাখার দোয়া

ওজুর সঠিক নিয়ম ও দোয়া,রোজা রাখার দোয়া

by Jahirul.Islam
292 views

ওজুর সঠিক নিয়ম ও দোয়া

সঠিকভাবে ইবাদত করার পূর্বশর্ত সঠিক নিয়মে অজু করা। তবে অনেকেই রয়েছে যারা ওযুর সঠিক নিয়ম ও দোয়া সম্পর্কে অজ্ঞ। এই রমজান মাসে তাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।

আমরা সঠিক নিয়মে ওযু করার ধাপগুলো শিখিয়ে দিব আপনাদের। এখানে প্রয়োজনীয় দোয়া এবং ভিডিও ফুটেজ এর সাহায্যে আপনাদের ওযুর শিক্ষা দেওয়া হবে। ওযুর সঠিক নিয়ম জানতে নিচের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত পড়ে নিন।

রোজা রাখার দোয়া

রোজা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক নিয়মে দোয়া করার মাধ্যমে সেহেরী খেতে হয়। এবং রোজা সম্পন্ন করার সময় ইফতারি করার পূর্বে দোয়া করতে হয়।

বিভিন্ন বিজ্ঞ আলেম ও ইসলামী স্কলারদের নির্দেশিত নিয়মে সেহরি ও ইফতার করার দোয়া আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখান থেকে পড়ে নিতে পারেন বিস্তারিত।

Related Articles

Leave a Comment