Home ইসলামিক ঘটনা ওয়া‘দা বা প্রতিশ্রুতি নিয়ে ইসলামে কি বলা আছে।

ওয়া‘দা বা প্রতিশ্রুতি নিয়ে ইসলামে কি বলা আছে।

by Jahirul.Islam
209 views

৪৮৮০-[৩] ‘আবদুল্লাহ ইবনু আবুল হাসমা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নুবুওয়াত লাভের পূর্বে একদিন আমি তাঁর কাছ থেকে কিছু কেনাকাটা করি, যার কিছু মূল্য পরিশোধ করতে বাকি রয়ে গিয়েছিল। আমি তাঁর সাথে ওয়া‘দা করেছিলাম যে, আমি অবশিষ্ট দাম নিয়ে তাঁর নির্ধারিত স্থানে এসে উপস্থিত হব। আমি এ প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম। তিনদিন পরে আমার স্মরণ হলো। এসে দেখলাম, তিনি সে নির্দিষ্ট স্থানেই আছেন। আমাকে দেখে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি আমাকে খুব বিপদে ফেলেছিলে। আমি তিনদিন যাবৎ তোমার অপেক্ষা করছি। (আবূ দাঊদ)[1][1] সানাদ য‘ঈফ : আবূ দাঊদ ৪৯৯৬, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৭৭৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩৫৬।

হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবদুল কারীম’’ নামের বর্ণনাকারী মাজহূল বা অপরিচিত।

وَعَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِىْ الحَسْماءِ قَالَ: بَايَعْتُ النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَه بَقِيَّةٌ فَوَعَدْتُه أَنْ آتِيَه بِهَا فِىْ مَكَانِه فَنَسِيتُ فَذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ فَإِذَا هُوَ فِىْ مَكَانِه فَقَالَ:لَقَدْ شَقَقْتَ عَلَىَّ أَنَا هٰهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ

Related Articles

Leave a Comment