Home ইসলামিক খবর ‘কোন হিফজ খানায় না গিয়ে মায়ের মুখে শুনে শুনে পবিত্র কুরআন মুখস্ত’

‘কোন হিফজ খানায় না গিয়ে মায়ের মুখে শুনে শুনে পবিত্র কুরআন মুখস্ত’

by Jahirul.Islam
206 views

শুনে শুনে পবিত্র কুরআন মুখস্তঃ কোন হিফজ খানায় না গিয়ে মাত্র আড়াই বছরে মায়ের মুখে শুনে শুনে পবিত্র কুরআন মুখস্ত করে ফে’লেছেন। আমেরিকার নিউজার্সিতে অবস্থান করেও মুসলিম ও ইসলামিক কালচার থেকে সটকে পড়েননি এই ছোট হাফেজা। বাংলাদেশি বংশোদ্ভূত সে। বগুড়ায় তার গ্রামের বাড়ি।এছাড়া ইউটিউবে রয়েছে তার নিজস্ব চ্যানেল। ১ মিলিয়ন এর উপরে সাবস্ক্রাইবার। রয়েছে নিজের নামে ভেরিফায়েড ফেসবুক পেইজ। সারা পৃথিবী জুড়ে পিতৃ-মাতৃহীন শিশুদের নিয়ে কাজ করা আমেরিকান সংস্থা “ইসলামিক রিলিফ ইউ এস এ” এর দূত তিনিইতিমধ্যেই তিনি সিরিয়ান ও ইয়েমেনের শিশুদের জন্য ২৫০০০ ডলার সংগ্রহ ক’রেছেন। যা কিনা বাংলাদেশী টাকায় ২৮০০০০০/-(আটাশ লক্ষ) টাকাবর্তমানে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন তিনি। তার নাম মারিয়াম মাসুদ। ইতিমধ্যেই পুরো পৃথিবীর শিশুদের আইকনে পরিনত হয়েছেন মারিয়াম। সৌভাগ্যবান বাবা মাসুদুর রহমান যিনি আমেরিকায় একটি সফটওয়্যার কম্পানিতে কাজ করছেন।

Related Articles

Leave a Comment