পায়খানায় প্রবেশ ও পায়খানা থেকে বের হওয়ার দোয়া
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, নোংরা জায়গাগুলো জ্বিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রসাব-পায়খানায় যায়, সে যেন এই দোয়া বলে-
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻰ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﺨُﺒْﺚِ ﻭَﺍﻟْﺨَﺒَﺎﺋِﺚِ .
(ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ/ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻯ ﻭﻣﺴﻠﻢ ﻋﻦ ﺃﻧﺲ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ )
“আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি অল্ খাবায়িস।”
অর্থঃ হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জ্বিন ও দুষ্ট নারী জ্বিনের অনিষ্ট থেকে।
(সহীহ হাদিস্ , সহীহ বোখারী ও সহীহ মুসলিম)
1. ﻏَُﻔْﺮَﺍﻧَﻚَ .
(ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ/ ﺭﻭﺍﻩ ﺍﺑﻮﺩﺍﻭﺩ ﻭﺍﻟﺘﺮﻣﺬﻯ ﻭﺍﻟﻨﺴﺎﺋﻰ ﻭﺍﺑﻦ
ﻣﺎﺟﻪ ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ )
“গুফরানাক”
অর্থ, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি।
{হাদিস্ সহীহ / আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে
মাজাহ}
2. ﺍَﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺍﻟَّﺬِﻱ ﺃَﺫْﻫَﺐَ ﻋَﻨِّﻲ ﺍﻷَﺫَﻯ ﻭَﻋَﺎﻓَﺎﻧِﻲ .
(ﺣﺪﻳﺚ ﺿﻌﻴﻒ / ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ ﻋﻦ ﺍﻧﺲ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ
ﻋﻨﻪ)
“আলহামদুলিল্লাহিল্লাযি আযহাব আন্নি আযা ওয়া ফানী”
অর্থঃ সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কষ্টকর জিনিস আমার থেকে বে করিয় দিয়েছেন এবং আমাকে নিরাপত্তা দান করিয়াছেন।
{হাদিস্ জঈফ / আবু দাউদ, ইবনে মাজাহ}
উল্লেখ্য দোয়ার ক্ষেত্রে হাদিস জঈফ হলেও আমল করেতে পারবেন, কারণ প্রার্থনা আপনি যে কোন শব্দ দিয়ে করতে পারেন, যদি শব্দগুলিতে শিরক না থাকে।
প্রসাবের পর সন্দেহের উদ্রেক হলে: প্রসাব কারার পর যদি মনে হয় প্রাস্রাবের ফোটা বের হচ্ছে তাহলে কাপড়ের উপর দিয়ে পনি ছিটায় দেয়া। কারণ রাসূল স: থেকে বর্ণিত, « ﺑَﺎﻝَ ﺛﻢ ﻧَﻀﺢَ ﻓَﺮْﺟَﻪ »
অর্থাৎ “লজ্জাস্থানে উপরে পানি ছিটকাইয়ে ভিজিয়ে দিতেন।” (আবু দাউদ) প্রস্রাব বের হচ্ছে মনে করে লজ্জাস্থানে কুলুখ ধরে মানুষের সামনে বিভিন্ন ভঙ্গিতে হাঁটা-চলা, উঠানাম ও পুরুষাঙ্গ ধরে টানা হিঁচড়া করা, গলা খেঁখড়ানী দেয়া, চল্লিশ কদম হাটা, পায়ের উপর পা দিয়ে বসা এসবই বিদাত।
বি:দ্র: উপরোক্ত বিষয়গুলির শুধু মূল বক্তব্যগুলি আনা হয়েছে। সবগুলি মাস’আলা “ফিকহুস সুন্নাহ” থেকে নেয়া।
If you're thinking about building a barndominium in 2025, you're not alone. These barn-style homes…
A dead or drained car battery can be a frustrating issue, especially when you're in…
Dreaming of a tropical escape but want to explore on your own terms? If you’ve…
Teaching your child to share is one of the most valuable lessons they’ll learn in…
Old gasoline sitting in your garage or shed can pose serious risks to your health,…
If you’re a fan of anime and are curious about the stranger, more supernatural side…