Home ইসলামিক খবর নিখোঁজের ৭ দিন পর কিশোরীর লাশ পুকুরে ফেলে গেল জ্বীন!

নিখোঁজের ৭ দিন পর কিশোরীর লাশ পুকুরে ফেলে গেল জ্বীন!

by Jahirul.Islam
204 views

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের সাতদিন পর সালমা (১২) নামের এক কিশোরীর লা’শ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার গালাগাঁওইউনিয়নের ভাতিয়া গ্রামে বাড়ির পাশে পুকুর থেকে তার লা’শ উদ্ধার করে পু’লিশ। নি’হত সালমা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামের আহাম্মদ আলীর মেয়ে।স্থানীয়রা জানান, সালমাকে প্রায়ই জ্বিনে ধরত। জ্বিনে ধরলে সে পাগলামি করত। অনেক চিকিৎসা করিয়েও সালমাকে ভালো করা যায়নি। তাদের ধারণা, জ্বিনই সালমাকে তুলে নিয়ে গিয়েছিল। পরে তারাই পুকুরে ফেলে গেছে।পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সালমা বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ সকালে নি’হতের নিজ বাড়ির পাশে পুকুরে তার লা’শ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পু’লিশ গি’য়ে লা’শ উ’দ্ধার করে ময়’নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডি’কেল কলেজ হাসপা’তাল ম’র্গে পাঠায়।এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘ওই কিশোরী গত ১৪ নভেম্বর নি’খোঁজ হলেও নি’খোঁজের কোনো ডায়েরি করেনি তার পরিবার। সুরতহাল প্রতিবেদনে শ’রীরে কোনো আঘা’তের চিহ্ন না থাকায় একটি অপমৃ’ত্যু মা’মলা হয়েছে।’

Related Articles

Leave a Comment