নি’জের গর্ভধারিনী মাকে রাস্তার পাশে ফেলে গেছে তারই মেয়ে! ঢাকায় নিজের বাসা থেকে এনে গ্রামের বাড়ির কা’ছাকাছি সড়কের পাশে একটি ব্যাগ দিয়ে ফেলে রেখে যায় ওই বৃ’দ্ধাকে।স’ন্ধ্যায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এক ভ্যানচালক ওই বৃদ্ধাকে উ’দ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আ’সেন। পরে খোঁজ নিয়ে বৃদ্ধার না’তনির বাড়িতে পৌঁছে দেন তাকে।ঘটনাটি ঘটে মা’দারীপুর জেলার শি’বচরে। হতভাগ্য অসহায় ওই বৃদ্ধার নাম সাম্প্রীয় বৈরাগী (৯৫)। বৃদ্ধা সাম্প্রীয় বৈরাগী ও তার পা’রিবারিক সূত্রে জানা যায়, শিবচর উপজেলার শি’রুয়াইল ইউনিয়নের সা’দেকাবাদ গ্রামের মৃ*ত্যু রাজমোহন বৈরাগীর স্ত্রী সাম্প্রীয় বৈরাগী।প্রায় ৩০ বছর আগে তার স্বামী রাজমোহন বৈ’রাগী দুই মেয়ে ও তিন ছেলে রেখে মারা যান। তিন ছে’লের মধ্যে বড় ছেলে কুমোদ বৈরাগী ১৯ বছর আগে মারা যান।মেঝো ছেলে স্বত্ব বৈরাগী ব’র্তমানে কিডনী রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। অ’ন্যদিকে, ছোট ছেলে নিত্য বৈরাগী কলকাতায় থাকেন। ছোট মেয়ে স্ব’রসতী স্বামীর সঙ্গে কলকাতার স্থায়ী বাসিন্দা।
প’রিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। আর সাম্প্রীয় বৈরাগীর বড় মেয়ে পার্বতী ম-ল ঢাকার আগারগাঁও থা’নার তালুকদার রোড এলাকার চতুর্থ তলার একটি ফ্লাটে স্বামীর সঙ্গে বসবাস করেন।তার স্বামী দিনা ম-লের রয়েছে লোহার গ্রিলের ব্যবসা। গত প্রায় ৪ বছর আগে পার্বতী তার মা সাম্প্রীয় বৈরাগীকে নিজের কাছে রাখার জন্য গ্রামের বাড়ি শিবচরের সা’দেকাবাদ থেকে ঢাকায় নিয়ে যায়।প্রথম অ’বস্থায় মেয়ের বাসায় সুখ ও শান্তিতেই ছিলেন সাম্প্রীয় বৈরাগী। তবে করোনা পরিস্থিতি শুরুর পর থেকে বৃদ্ধা মায়ের স্থান হয় ঘরের একটি কক্ষের বেলকনিতে।প্রথম অ’বস্থায় মেয়ের বাসায় সুখ ও শান্তিতেই ছিলেন সাম্প্রীয় বৈরাগী। তবে করোনা পরিস্থিতি শুরুর পর থেকে বৃদ্ধা মায়ের স্থান হয় ঘরের একটি কক্ষের বেলকনিতে।অবশেষে গত ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেয়ে পার্বতী ম-ল ঢাকা থেকে একটি গাড়িতে করে বৃদ্ধা মা সাম্প্রীয় বৈ’রাগীকে গ্রামের বাড়ি শিবচরের সা’দেকাবাদ এলাকায় নিয়ে এসে বাড়িতে নেওয়ার পরিবর্তে ওই এলাকার একটি কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে দিয়ে ঢাকায় ফিরে যান।