যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম


৪১৪৭-[৪৪] যাহিরুল আসলামী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি হাঁড়িতে গাধার গোশত জ্বাল দিচ্ছিলাম, সে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘোষক ঘোষণা করছিলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করেছেন। (বুখারী)[1][1] সহীহ : বুখারী ৩৯৪০, নাসায়ী ৪৩৪০, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪৩৩১, ইবনু মাজাহ ৩১৯৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫১৭৩, মুসান্নাফ ইবনু শায়বাহ্ ৭।

وَعَنْ زَاهِرٍ الْأَسْلَمِيِّ – رَضِيَ اللَّهُ عَنْهُ – قَالَ : إِنِّي لَأُوقِدُ تَحْتَ الْقُدُورِ بِلُحُومِ الْحُمُرِ إِذْ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنَّ رَسُولَ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَنْهَاكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ ، رَوَاهُ الْبُخَارِيُّ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *