Home ফজিলত পূর্ণ দুয়া রমজান মাস পেতে যে ছোট্ট দোয়াটি বেশি পড়বেন?

রমজান মাস পেতে যে ছোট্ট দোয়াটি বেশি পড়বেন?

by Jahirul.Islam
209 views

মুসলিম উম্মাহর জন্য অনন্য উপহার রমজানুল মোবারক। পবিত্র এ মাসটি শুরু হতে আর অল্প কিছুদিন বাকি আছে। রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মর্যাদাপূর্ণ মাসটি পেতে ছোট্ট এ দোয়াটি বেশি বেশি পড়া জরুরি। তাহলো-
– اَللَّهُمَّ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান’
অর্থ : ‘হে আল্লাহ! আমাদের জন্য রমজান কবুল করুন।’

অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াত দিন। রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাত পেতে আমাদের রমজানে পৌছে দিন।

রমজান আসতে এখনও বেশি কিছুদিন বাকি। ছোট্ট এ দোয়াটির পাশাপাশি শাবান মাসজুড়ে এ দোয়াটিও বেশি পড়া যেতে পারে-
– اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রামাদান।’
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান দান করুন। আমিন।

Related Articles

Leave a Comment