এক ব্যক্তি এক মসজিদে ঘুমন্ত ছিলো আর তার পাশে ছিলো তার চলার সাথি একটি মুদ্রার থলে।যখন তার ঘুম ভাংল সে দেখল তার থলে নাই।অতঃপর সে একজন ব্যক্তিকে তার পাশে দেখতে পেল।তার নাম ছিলো:জাফর আসসাদিক(আততাইয়ার)।সে ব্যক্তি সেখানে নামাজ পড়তেছিল।আর সেই ব্যক্তি যার থলে হারিয়ে গেছে সে জাফরকে দোষি সাব্যস্ত করল।এবং তাকে বলল কে আমার থলে চুরি করেছে?এখানে তুমি ছাড়া আর কেউ নেই।জাফর বলল তোমার থলেতে কত মুদ্রা ছিলো?সে বলল 100 মুদ্রা ছিলো।তারপর জাফর তার বাড়িতে গেল এবং 100 মুদ্রা আনল।তারপর সেই লোকটা তার সাথিদের চলে গেল।তার সাথিরা তাকে বলল:তোমার থলে আমাদের নিকট।তুমি এই থলে কোথা থেকে পেলে?তারপর সেই লোকটি আবার সেই শহরে গেলো।আর লোকদের জিগাসা করল ঐ ব্যক্তি কে যে আমাকে মুদ্রা দিয়েছিল?লোকেরা বলল সে রাসূলের চাচা।তারপর সেই লোকটি জাফরের বাসায় গেলেন,এবং তার থেকে তার ভূলের কারণে মাফ চাইলেন।আর তার মুদ্রা তাকে ফেরত দিলেন।কিন্তু জাফর তা ফেরত না নিয়ে তাকে হাদিয়া (উপহার) দিলেন।আর বললেন আমি যা ঘর থেকে বের করি তা আর ঘরে প্রবেশ করাইনা।(কাউকে কোন জিনস দিলে আর ফেরত নেইনা)। বন্ধুরা আমাদের আখলাক এমন হওয়া উচিৎ।তাই আমরা সবাই আল্লাহর কাছে দুআ করব।আমিন…আমিন…