Home হাদিস সূরা আল কদরের অর্থসহ বাংলা উচ্চারণ।

সূরা আল কদরের অর্থসহ বাংলা উচ্চারণ।

by Jahirul.Islam
219 views

সূরা আল কদর (আরবি: سورة القدر‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৭ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৫টি এবং এর রূকুর সংখ্যা ১। আল কদর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।

কদরের এক অর্থ মাহাত্ন্য ও সম্মান। এর মাহাত্ন্য ও সম্মানের কারণে একে ‘লায়লাতুল-কদর’ তথা মহিম্মান্বিত রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেন: এ রাত্রিকে লায়লাতুল-কদর বলার কারণ এই যে, আমল না করার কারণে এর পূর্বে যার কোন সম্মান ও মূল্য মহিমান্বিত থাকে না, সে এ রাত্রিতে তওবা-এস্তেগফার ও এবাদতের মাধ্যমে সম্মানিতও হয়ে যায়।

অর্থসহ বাংলা উচ্চারণ:

سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১. إِنَّآ أَنزَلۡنَـٰهُ فِى لَيۡلَةِ ٱلۡقَدۡرِ

ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কাদরি,

নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে

২. وَمَآ أَدۡرَٮٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ

ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদরি,

আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো?  

৩. لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٌ۬ مِّنۡ أَلۡفِ شَہۡرٍ۬

লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, 

কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

৪. تَنَزَّلُ ٱلۡمَلَـٰٓٮِٕكَةُ وَٱلرُّوحُ فِيہَا بِإِذۡنِ رَبِّہِم مِّن كُلِّ أَمۡرٍ۬

তানাযযালুল মালাইকাতু ওয়াররূহ, ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন,

সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। 

৫. سورة القدر

সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।

শান্তিই শান্তি, বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত।

Related Articles

Leave a Comment