Home ইসলামিক ঘটনা ৬২টি দেশকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে ছেলেটি

৬২টি দেশকে পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে ছেলেটি

by Jahirul.Islam
262 views

ইসলাম হলো সবচেয়ে শান্তির ধর্ম।আর আমাদের পবিত্র ধর্ম গ্রস্থ হলো আল-কুরআন। এই কুরআনে নেই এমন কিছু দুনিয়াতে নেই।দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যে কোন সমস্যার কথা কুরআনেই আছে। আর বর্তমানে বিজ্ঞানীরাও কুরঅআনকে ফলো করে গবেষণা করে।ছবিতে যাকে দেখছেন অনেক চেষ্টা করেও তার ব্যক্তিগত তথ্য গুলো সংগ্রহ করা যায় নি। তবে সে একজন কুরআনের হাফেজ। ৬২ টি দেশের সাথে কুরআন প্রতিযোগিতা করেছেন তিনি। আর এই প্রতিযোগিতায় ৬২টি দেশকেই পেছনে ফেলে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন।মহান আল্লাহ আমাদের সবাইকে যেন কুরআন শেখার তৌফিক দান করে। আর প্রত্যেকটা ঘরে ঘরে যেন তার মতো কুরআনের হফেজ তৈরি হয়।

Related Articles

Leave a Comment