মুসলমানরা আদর্শ জাতি।
নীতি-নিষ্ঠতা এই জাতির প্রাণ।
ওয়াদা পালন ও শপথ রক্ষা মুসলমানদের অনড় একটা নীতি।
এমনকি কোন চুক্তি বা ওয়াদা পরোক্ষ বা প্রকৃত দায়িত্বশীলের পক্ষ থেকে না হলেও তাকে মুসলমানরা সম্মান দেখায়।
খলীফা উমার (রাঃ) এর শাসনকালের একটি ঘটনা।
মুসলিম বাহিনী পারস্যের শুহরিয়াজ নামক একটি শহর অবরোধ করে।
নগরটির পতন নিশ্চিত হয়ে ওঠে।
সেই সময় মুসলিম বাহিনীর একজন গোলাম শহরবাসীর নামে নিরাপত্তা সনদ লিখে
তীরের সাথে বেঁধে শহরে ছুঁড়ে দেয়।
পরদিন যখন মুসলিম বাহিনী আক্রমণ চালায়, তখন শহরবাসী দরজা খুলে
বেরিয়ে পড়ে এবং বলে, ‘একজন মুসলিম আমাদের নিরাপত্তা দিয়েছে, এখন তোমরা কি জন্য যুদ্ধ করছ?’
নিরাপত্তা সনদটি পড়ে দেখা গেল একজন গোলামের লিখা।
এ সম্পর্কে খলীফা উমারের (রাঃ) মতামত চেয়ে তাঁকে জানানো
হল যে, ‘নিরাপত্তা সনদটি গ্রহণযোগ্য কিনা?’
জবাবে খলীফা লিখলেন, ‘সনদটি নিরাপত্তার বৈধ দলিল,
শহরবাসীকে নিরাপত্তা দিতে হবে।’