Home অন্যান্য সউদীর ফার্মাসিতেও বিনামূল্যে মিলবে ভ্যাকসিন

সউদীর ফার্মাসিতেও বিনামূল্যে মিলবে ভ্যাকসিন

by Jahirul.Islam
213 views

সউদী আরব দেশের ওষুধের দোকানগুলোয় বিনামূল্যে করোনভাইরাস ভ্যাকসিন সরবরাহ করবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া আল আরবিয়াকে একথা বলেছেন। তিনি আরো বলেন, চলমান ইনোকুলেশন ক্যাম্পেইন স¤প্রসারণ এবং ভ্যাকসিন সহজলভ্যতা প্রচেষ্টার অংশ হিসাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১৭ ডিসেম্বর চালু টিকাদান প্রক্রিয়ার অংশ হিসেবে দেশজুড়ে ১০০ টিরও বেশি টিকাদান কেন্দ্র চালু হয়েছে।
সউদী আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বর্তমানে উচ্চ হারে সঙ্ঘটিত দেশটির বিভিন্ন অঞ্চলে টিকাদান প্রক্রিয়া স¤প্রসারণের জন্য বেশ কয়েকটি কোভিড-১৯ ভ্যাকসিন মূল্যায়ন করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে, সউদী আরবে বর্তমানে অনুমোদিত ভ্যাকসিন ১৬ বা ১৮ বছর বয়স থেকে ব্যবহারের জন্য অনুমোদিত।

সউদী আরব মঙ্গলবার পুরো দেশে টিকা কেন্দ্র স¤প্রসারণের পরিকল্পনা নিয়েছে বলে স্বাস্থ্য মুখপাত্র মোহাম্মদ আল-আবদ আল-অলি জানিয়েছেন।

তবে গর্ভবতী মহিলা এবং শিশুদের এখনও করোনভাইরাস ভ্যাকসিন গ্রহণের অনুমতি দেয়া হবে না, কারণ আরও পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি, আল-অলি যোগ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো ঘোষণা করেছেন যে, ২০২১ সালের হজ মৌসুমে অংশ নেয়া স্বাস্থ্যকর্মীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান আবশ্যক হয়ে উঠবে।
‘হজ ও ওমরাহ মওসুমের জন্য অবশ্যই একটি টিকা কমিটি গঠন করতে হবে, যার ভিত্তিতে তারা অংশগ্রহণকারী স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য বাধ্যতামূলক ভ্যাকসিন নিশ্চিত করবে’।

সউদী আরব স¤প্রতি রিয়াদ, মক্কা, মদিনা ও আবহাতে টিকা কেন্দ্র চালু করেছে। জাব পেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রথমে অফিসিয়াল সেহ্যাতি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। সূত্র : আরব নিউজ।

Related Articles

Leave a Comment