প্রশ্ন : মা-বাবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য আমার স্ত্রীর সঙ্গে যদি কখনো মিথ্যা কথা বলতে হয়, সেটা বৈধ হবে কি?
উত্তর : না, মিথ্যা কথা বলা ইসলামী শরীয়তে মধ্যে হারাম। মিথ্যা ভয়ঙ্কর একটি হারাম। এ ক্ষেত্রে মা-বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলেন। যদি কোনো বিষয় এরিয়ে যাওয়ার চেষ্টা করেন, এটা এক প্রকার মিথ্যা থেকে বাঁচার আর একটি উপায়। আপনি সরাসরি সে বিষয়ে কথা না বলে ওই কথাই অন্যভাবে ঘুরিয়ে বলতে পারেন। এটি মিথ্যা নয়, এটি শুধু প্রসঙ্গ পরিবর্তন করা, এটা আপনার জন্য জায়েজ রয়েছে।