-
নামাজরতদের সামনে দিয়ে চলাচলের বিধান ?
নামাজ পড়ার জন্য কোনো বস্তুর আড়ালে দাঁড়ালে তাকে সুতরা বলা হয়। সুতরা আরবি শব্দ। অর্থ পর্দা। নামাজের সময় দৃষ্টি রাখতে হয় দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে, বসা অবস্থায় কোলে। সম্পূর্ণ মনোযোগ রাখতে হয় আল্লাহর সত্তা ও গুণাবলির প্রতি। নামাজের সামনে দিয়ে মানুষ চলাচল করলে নামাজি ব্যক্তির কাঙ্ক্ষিত ধ্যান নষ্ট হয়। মনোযোগ অন্যদিকে চলে যায়। অনিচ্ছায় দৃষ্টি…
-
সিজদায় যাওয়ার সময় তাকবীর বলতে বলতে নত হতে হবে । এই বিষয় এ বিস্তারিত হাদিস টি পড়ে নিন ।
নাফি’ (র.) বলেন, ইবন উমর (রা.) সিজদায় যাওয়ার সময় হাঁটু রাখার আগে হাত রাখতেন। ৭৬৭। আবূল ইয়ামান (রহঃ) … আবূ বকর ইবনু আবদুর রাহমান (রহঃ) ও আবূ সালামা ইবনু আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিত যে, আবূ হুরায়রা (রাঃ) রামযান মাসের সালাত (নামায/নামাজ) বা অন্য কোন সময়ের সালাত ফরয হোক বা অন্য কোন সালাত হোক, দাঁড়িয়ে…
-
নামাজে মনোযোগ ধরে রাখার কিছু উপায় । জানলে আপনার অনেক উপকার হবে ।
নিউজ ডেস্ক: হাদিসে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি নামাজের সময় হলে সুন্দরভাবে ওজু করে এবং একাগ্রতার সঙ্গে সুন্দরভাবে রুকু-সিজদা করে নামাজ আদায় করে, তার নামাজ আগের সব গুনাহর কাফফারা হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না সে কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়। আর এ সুযোগ তার সারা জীবনের জন্য।’ (মুসলিম, হাদিস :…
-
সাহু সিজদা দেওয়ার নিয়ম কী?
সিজদাহ শব্দের অর্থ নত হওয়া, আর সাহু শব্দের অর্থ ভুল। সুতরাং সিজদায়ে সাহু অর্থ ভুলের কারণে সিজদাহ করা বা নত হওয়া। সাহু সিজদার নিয়ম বিষয়ে হাদিস ও ইমামগণের মতামত তুলে ধরা হলো হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ (রা.) হতে বর্ণিত। রসূল (সা.) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যখন কারও নামাজের ব্যাপারে সন্দেহ হবে, তখন তার…
-
নামাজে ভুল হলে পড়ে নিন সাহু সিজদা, নতুবা হবে না নামাজ
নামাজে যদি কোনও ওয়াজিব তরক হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। তা না হলে আপনার নামাজ হবে না। সাহু সিজদার এ মাসালাগুলো ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সিজদা সাহু করার সঠিক নিয়ম হচ্ছে – “সালাতে কম বেশি যাই হোক, আত্তাহিয়্যাতু, দরুদ, দুয়া মাসুরা পড়ে তাকবীর দিয়ে পর পর দুটি সিজদাহ দিয়ে সালাম ফিরিয়ে…
-
রমজানে তাহাজ্জুদ আদায়ে উদ্বুদ্ধ করেছেন রাসুল (সা:) || রমজানে তাহাজ্জুদ নামাজের ফজিলত।
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় আমল ছিলো নামাজ। তিনি নামাজে প্রশান্তি খুঁজে পেতেন। নামাজের মাধ্যমে তিনি জীবনের যাবতীয় সঙ্কটের সমাধান খুঁজতেন। হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘নামাজকে আমার চোখের প্রশান্তি করা হয়েছে। ’ -সুনানে নাসায়ি: ৩৯৫০ ফরজ নামাজের পর শেষ রাতের নামাজ তথা তাহাজ্জুদ ছিলো হজরত রাসূলুল্লাহ (সা.)-এর কাছে সবচেয়ে প্রিয়। তিনি বলেন,…
-
আল্লাহকে খুশি করার সহজ আমল,যা জানলে আপনার জীবন পরিবর্তন হতে পারে ।
কৃতজ্ঞতার সহজ বাংলা হলো- শুকরিয়া প্রকাশ করা। সৃষ্টিকর্তা মহান আল্লাহর নেয়ামতের প্রতি তুষ্ট হওয়া। তুষ্টি প্রকাশ করা মানুষের মানবীয় গুণগুলোর মধ্যে সবচেয়ে উত্তম গুণ। আর যে বা যারা অল্পে নিজের প্রতি তুষ্ট থাকেন জগতে তারাই সবচেয়ে সুখি। মুমিন বান্দারা সব সময় অল্পে তুষ্ট থাকেন। কৃতজ্ঞতার সহজ বাংলা হলো- শুকরিয়া প্রকাশ করা। সৃষ্টিকর্তা মহান আল্লাহর নেয়ামতের…
-
কাতারে বালকদের দাঁড়ানোর স্থান নিয়ে কি বললেন , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
৬৭৭। ‘আবদুর রহমান ইবনু গানম সূত্রে বর্ণিত। তিনি বলেন, আবূ মালিক আল আশ‘আরী (রাঃ) বলেছেন, আমি কি তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত সম্পর্কে বর্ণনা করব না? এরপর তিনি সালাতে দাঁড়ালেন। প্রথমে প্রাপ্ত বয়স্ক পুরুষদের কাতারবদ্ধ করালেন, তারপর তাদের পিছনের কাতারে বালকদের দাঁড় করালেন। অতঃপর তিনি তাদের সাথে সালাত আদায় করলেন। এরপর বর্ণনাকারী নবী সাল্লাল্লাহু…
-
নামাজে সালাম ফিরানোর পূর্বের দোয়া
নামাজ মানুষের জন্য ফরজ ইবাদাত। ফরজ নামাজ ছাড়াও রয়েছে ওয়াজিব, সুন্নাত, নফল নামাজসহ অনেক নামাজ। এ সব নামাজের রুকু, সিজদা, তাশাহহুদ, দরূদসহ অনেক দোয়া ও নিয়ম কানুন রয়েছে। নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বেও রয়েছে দোয়া। যা পড়া সুন্নাত। এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনেকগুলো দোয়ার দিক-নির্দেশনা এসেছে। যার কয়েকটি তুলে ধরা…
-
সালাত(নামাজ) এর ফরজ ও ওয়াজিব বিষয়। জেনে নিন
بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيمالسلام عليكم ورحمة الله وبركاتهআসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারাকতুহু ।সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য ।দুরুদ সালাম বর্ষিত হোক শান্তি ও মানবতা মুক্তি দূত রাসূল( ﷺ ) এর জন্য !!!সালাতের ফরজ বিষয় ১৩ টি, তার মধ্যে নামাজের আগে ৭টি (যাকে আহকাম বলা হয়) আর নামাজের ভিতরে ৬টি। (যাকে আরকান বলা হয়)।নামাজের পূর্বে ৭ ফরজ বিষয়ঃ০১.…