Category: ইসলামিক ঘটনা

  • যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট

    যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট

    ‘তাওয়াক্কুল’ অর্থ আল্লাহর উপর ভরসা করা, নির্ভর করা। কুরআনুল কারীমে তাওয়াক্কুল সম্পর্কে বহু আয়াত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদীস, তাঁর পবিত্র জীবনের বহু ঘটনা এবং আউলিয়ায়ে কিরামের বহু কাহিনী রয়েছে। তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভের অন্যতম উপায়। আত্মা ও মনের প্রশান্তি অর্জনের গুরুত্বপূর্ণ পন্থা। কোন লক্ষ্য হাসিলের জন্য চেষ্টা তদবীর বর্জন…

  • আমরা যে সম্পর্কগুলোকে হালাল মনে করছি, অথচ সেগুলো হারাম সম্পর্ক!

    আমরা যে সম্পর্কগুলোকে হালাল মনে করছি, অথচ সেগুলো হারাম সম্পর্ক!

    আমরা যে সম্পর্কগুলোকে হালাল মনে করছি, অথচ সেগুলো হারাম সম্পর্ক!  ভাবী মায়ের মত!  দেবর ছোট ভাইয়ের মত!  শালী ছোট বোনের মত!  দুলাভাই বড় ভাইয়ের মত!  ভাসুর বড় ভাইয়ের মত!   (কাজিনরা)ও ভাই/বোনের মত!  #থামুন_থামুন_থামুনঃঃউপরের সম্পর্কগুলো সবই গায়রে মাহরাম। ইসলামে একটাও জায়েজ নেই। আপনি কি মনে করছেন, আপনার কথায় ইসলাম চলবে??#গায়রে মাহরাম কখনোই মাহরামের মত হতে পারে…

  • নবীজি (সা.)’র রওজার মূল দরজা ৭০০ বছরেও খোলা হয়নি, জানেন কেন?

    নবীজি (সা.)’র রওজার মূল দরজা ৭০০ বছরেও খোলা হয়নি, জানেন কেন?

    হজ ও ওমরা পালনকারীদের মদিনা আসার এক মাত্র উদ্দেশ্য হলো- নবী করিম (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করা, রওজায় সালাম পেশ করা। এই পবিত্র ভূমি মদিনার মসজিদে নববীতে চিরনিদ্রায় শায়িত আছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহা মানব হযরত মোহাম্মদ (সা.)। নবীজি যে ঘরটিতে স্ত্রী আয়েশা (রা.) কে নিয়ে বসবাস করতেন সে ঘরটিতে মৃত্যুর পর তাকে দাফন করা হয়।…

  • মক্কা-মদিনায় প্রিয় নবীর (সা.) স্মৃতিময় কিছু স্থান

    মক্কা-মদিনায় প্রিয় নবীর (সা.) স্মৃতিময় কিছু স্থান

    মহান আল্লাহর ঘরের মেহমানদের সৌভাগ্য যে, তারা মক্কা-মদিনার পবিত্র স্থানগুলো দেখার সুযোগ পাবেন। মক্কা-মদিনায় দর্শনীয় পবিত্র স্থানগুলো প্রিয়নবী (সা.) এর স্মৃতিচিহ্ন হিসেবে আজও সুসংরক্ষিত। যেমন মসজিদে হারামের আনুমানিক ৫০ মিটার দূরে ‘সুক-আল-লাইল্’ মহল্লার ‘আবদুল মুত্তালিবে’র বাড়ি। যেখানে দু’জাহানের বাদশাহ জন্মগ্রহণ করেছিলেন- তা একটি দর্শনীয় স্থান। নবীর দুধ মাতা হজরত হালিমা সাদিয়ার (রা.) বাড়ি। ‘বনু সাআদ’…

  • আয়-রোজগার করতে উৎসাহ প্রদান করলে তার জন্য কি পুরস্কার রয়েছে ,জেনে নিন ।

    আয়-রোজগার করতে উৎসাহ প্রদান করলে তার জন্য কি পুরস্কার রয়েছে ,জেনে নিন ।

    ৫/২১৪১। আবদুল্লাহ ইবনে খুবাইব (রাঃ) এর চাচা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক মজলিসে বসা ছিলাম। এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথায় পানির চিহ্নসহ উপস্থিত হলেন। আমাদের কেউ তাঁকে বললো, আপনাকে আমরা আজ খুব প্রফুল্ল দেখছি। তিনি বলেনঃ হ্যাঁ, আলহামদু লিল্লাহ। অতঃপর মজলিসের লোকজন ধন-সম্পদের আলোচনায় লিপ্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাক্বওয়ার…

  • ইমামের অনুসরণ এবং সব কাজ তার পরে করতে হবে ,জেনে নিন বিস্তারিত হাদিস ।

    ইমামের অনুসরণ এবং সব কাজ তার পরে করতে হবে ,জেনে নিন বিস্তারিত হাদিস ।

    ৯৪৬। আহমাদ ইবন ইউনুস ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) … আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বারা ইবনু আযিব (রাঃ) আমার নিকট বলেছেন, তিনি অসত্য বলেন নি। তাঁরা (সাহাবায়ে কিরাম) রাসূলল্লাহ এর পিছনে সালাত (নামায/নামাজ) আদায় করতেন। তিনি যখন ‘রুকু” থেকে মাথা তুলতেন, তখন তার কপাল মাটিতে না রাখা পর্যন্ত আমাদের কাউকে পিঠ…

  • লোকদের বাধা প্ৰদান করার জন্য বিচারকের দারোয়ান রাখা নিষেধ

    লোকদের বাধা প্ৰদান করার জন্য বিচারকের দারোয়ান রাখা নিষেধ

    ১৩৯৬। আবূ মারইয়াম আযদী (রাঃ) হতে বৰ্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে মুসলিমদের কোন কিছুর ওলী বানিয়ে দেন (পরিচালনা দায়িত্ব অর্পণ করে)। সে যদি মুসলিম জনসাধারণের প্রয়োজন ও অভাবের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দারোয়ান রাখে তবে আল্লাহও তার প্রয়োজনের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন।[1][1] আবূ দাউদ ২৯৪, মুসলিম ১৩৩৩, আহমাদ ১৭৫৭২। وَعَنْ أَبِي مَرْيَمَ الْأَزْدِيِّ –…

  • উ তার মুসলিম ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে কি করতে হবে ,ভাই থেকে বিচ্ছিন্ন থাকা সম্পর্কে ?

    উ তার মুসলিম ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে কি করতে হবে ,ভাই থেকে বিচ্ছিন্ন থাকা সম্পর্কে ?

    ৪৯১৫। আবূ খিরাশ আস-সুলামী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ যে তার ভাইয়ের সঙ্গে এক বছর সম্পর্ক ছিন্ন রাখলো সে যেন তাকে হত্যা করলো।[1] [সহীহ][1]. বুখারীর আদাবুল মুফরাদ, আহমাদ। بَابٌ فِيمَنْ يَهْجُرُ أَخَاهُ الْمُسْلِمَ حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ، عَنْ أَبِي عُثْمَانَ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عِمْرَانَ…

  • দুই পা গোড়ালি সমেত ধৌত করা কি ফরয ?

    দুই পা গোড়ালি সমেত ধৌত করা কি ফরয ?

    ৩১৪(৫)। ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) … আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আকীল (রহঃ) থেকে বর্ণিত। আলী ইবনুল হুসাইন (রহঃ) তাকে (রাবীকে) মুআব্বিয-কন্যা রুবাঈ (রাঃ)-এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উযু সম্পর্কে জিজ্ঞেস করার জন্য পাঠান। তিনি (রুবাঈ’) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আসতেন এবং তিনি তাঁকে উযুর পানি দিতেন। রাবী (আবদুল্লাহ) বলেন, অতএব…

  • কিভাবে ইলম তুলে নেয়া হবে ,জেনে নিন ।

    কিভাবে ইলম তুলে নেয়া হবে ,জেনে নিন ।

    ‘উমর ইবন আবদুল ‘আযীয (রহঃ) মদীনায় আবূ বকর ইবন হাযম (রহঃ)-এর কাছে এক পত্রে লিখেনঃ খোঁজ কর, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদীস পাও তা লিখে নাও। আমি ইলম লোপ পাওয়ার এবং আলিমদের বিদায় নেওয়ার আশংকা করছি এবং জেনে রাখ, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না এবং প্রত্যেকের…