-
আযানের মধ্যে কথা বলা কি যাবে ? আযান এর মধ্যে কথা বললে কি গোনাহ হবে ? এই বিষয় এ জেনে নিন
৫৮৯। মুসাদ্দাদ (রহঃ) … আবদুল্লাহ ইব্ন হারিস (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার বর্ষণ সিক্ত দিনে ইব্ন আব্বাস (রাঃ) আমাদের উদ্দেশ্যে খুত্বা দিচ্ছিলেন। এ দিকে মুয়আয্যিন আযান দিতে গিয়ে যখনحَىَّ عَلَى الصَّلاَةِ এ পৌছল, তখন তিনি তাকে এ ঘোষণা দেওয়ার নির্দেশ দিলেন যে, লোকেরা যেন আবাসে (নিজ নিজ ঘরে) সালাত (নামায/নামাজ) আদায় করে নেয়। এতে…