Tag: কোন মুসলিমকে আতংকিত করা কোন মুসলিমের জন্য জায়েয নয়।

  • কোন মুসলিমকে আতংকিত করা কোন মুসলিমের জন্য জায়েয নয়।

    কোন মুসলিমকে আতংকিত করা কোন মুসলিমের জন্য জায়েয নয়।

    ২১৬৩. বুন্দার (রহঃ) …. আবদুল্লাহ ইবন সাইব ইবন ইয়াযীদ তার পিতা তার পিতামহ ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৌতুক ভাবেই হোক বা সত্যিকার অর্থেই হোক কোন অবস্থাতেই তোমাদের কেউ তার ভায়ের লাঠিতে হাত দিবে না। কেউ যদি তার ভাইয়ের লাঠি নেয় তবে সে যেন তাকে অবশ্যই ফিরিয়ে দেয়। -সহিহ…