Tag: খেজুরের পরিমাণ আন্দাজ করা নিয়ে হাদিস ।

  • খেজুরের পরিমাণ আন্দাজ করা নিয়ে হাদিস ।

    খেজুরের পরিমাণ আন্দাজ করা নিয়ে হাদিস ।

    ১৩৯৫। সাহল ইবনু বাক্কার (রহঃ) … আবূ হুমাইদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাবূকের যুদ্ধে শরীক হয়েছি। যখন তিনি ওয়াদিল কুরা নামক স্থানে পৌঁছলেন, তখন এক মহিলা তার নিজের বাগানে উপস্থিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লক্ষ্য করে বললেনঃ তোমরা এই বাগানের ফলগুলোর পরিমাণ আন্দাজ কর। রাসূল…