Tag: গর্ভবতী মহিলা যখন রক্ত দেখে তখন তার কি অবস্তা হয়ে যায়।

  • গর্ভবতী মহিলা যখন রক্ত দেখে তখন তার কি অবস্তা হয়ে যায়।

    গর্ভবতী মহিলা যখন রক্ত দেখে তখন তার কি অবস্তা হয়ে যায়।

    ৯৬০. আবু বাশার থেকে বর্ণিত, (وَمَا تَغِيضُ الْأَرْحَامُ) (অর্থ: “জরায়ুতে যা কিছু কমে”..। সূরা রা’দ: ৮) এ আয়াত সম্পর্কে মুজাহিদ রাহি. বলেন, যখন গর্ভবতী নারীর হায়েয হয়, তখন তা হয় গর্ভের সন্তানের ক্ষতি/ঘাটতি থেকে। আর (গর্ভ) যদি নয় মাসের অধিককাল হয়, তবে তা সন্তানের ক্ষতি বা ঘাটতির পূর্ণতা দানকারী হবে।[1][1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ। তাখরীজ:…