-
জানাযা সম্পর্কিত হাদীস এবং যার শেষ কালাম ‘লা-ইলাহা-ইল্লাল্লাহু’।
وَقِيلَ لِوَهْبِ بْنِ مُنَبِّهٍ أَلَيْسَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مِفْتَاحُ الْجَنَّةِ قَالَ بَلَى، وَلَكِنْ لَيْسَ مِفْتَاحٌ إِلاَّ لَهُ أَسْنَانٌ، فَإِنْ جِئْتَ بِمِفْتَاحٍ لَهُ أَسْنَانٌ فُتِحَ لَكَ، وَإِلاَّ لَمْ يُفْتَحْ لَكَ ওয়াহ্হাব ইব্ন মুনাব্বিহ (রহঃ)-কে জিজ্ঞাসা করা হল, ‘লা-ইলাহা-ইল্লাল্লাহ্’ কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন, অবশ্যই। তবে যে কোন চাবির দাঁত থাকে । তুমি দাঁত যুক্ত…