-
যারা মাদকদ্রব্যকে বৈধ বলেছেন, তাদের দলীল. জেনে নিন মাদক কেন হারাম ।মাদক গ্রহন করলে তার জন্য কি শাস্তি রয়েছে ।
৫৬৮৫. মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ ইবন হাকাম ও হুসায়ন ইন মানসূর (রহঃ) … আবূ আওন আবদুল্লাহ ইবন শাদ্দাদ থেকে এবং তিনি ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, মদ অল্প হােক বা অধিক, তা হারাম। আর অন্যান্য পানীয়ের মধ্যে যা মাদকতা সৃষ্টি করে, তা-ও হারাম।তাহক্বীকঃ সহীহ। ذِكْرُ الْأَخْبَارِ الَّتِي اعْتَلَّ بِهَا مَنْ أَبَاحَ شَرَابَ السُّكْرِ أَخْبَرَنَا…