-
পানিতে নাপাক মিশ্রিত হলে পানি কি অপবিত্র হয়ে যাবে ? জেনে নিন ।
৪০. আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে যিয়াদ (রহঃ) … আবদুর রহমান ইবনে আবু হুরায়রা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, পানি চল্লিশ মশক পরিমাণ হলে তা অপবিত্র হয় না। তিনি অনুরূপ বলেছেন। একাধিক ব্যক্তি তার বিরোধিতা করেছেন এবং তারা আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করে বলেন, পানি চল্লিশ বালতি পরিমাণ হলে তা অপবিত্র হয়…