Tag: প্রচণ্ড গরমের সময় যুহরের সালাত ঠাণ্ডায় আদায় করা কি যাবে ।

  • প্রচণ্ড গরমের সময় যুহরের সালাত ঠাণ্ডায় আদায় করা কি যাবে ।

    প্রচণ্ড গরমের সময় যুহরের সালাত ঠাণ্ডায় আদায় করা কি যাবে ।

    ৫০৯। মুহাম্মদ ইবনু বাশ্‌শার (রহঃ) …. আবূ যার্র (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়ায্‌যীন আযান দিলে তিনি বললেনঃ ঠান্ডা হতে দাও,ঠান্ডা হতে দাও। অথবা তিনি বললেন, অপেক্ষা কর, অপেক্ষা কর। তিনি আরও বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের ফলেই সৃষ্টি হয়। কাজেই গরম যখন বেড়ে যায় তখন গরম কমলেই সালাত (নামায/নামাজ)…