-
বিতর নামাজে দোয়ায়ে কুনুত না জানলে যা পড়তে হয়।
ইসলাম ডেস্ক: এশার নামাজ আদায়ের পর বিতরের তিন রাকাআত নামাজ আদায় করতে হয়। এই নামাজ ওয়াজিব। বিতর নামাজ তিন রাকাআত বিশিষ্ট নামাজের মত বেতরের নামাজ পড়িবে। তবে তৃতীয় রাকাআতে সূরা ফাতিহার পর অন্য কোন সূরা বা আয়াত পড়ে আল্লাহু আকবর বলে নিয়ত করে দোয়ায়ে কুনুত পড়তে হবে। তারপর রুকু সিজদা ইত্যাদি যথারীতি আদায় করে নামাজ…