Tag: মক্কা বিজয় । মক্কা বিজয় সম্পর্কে বিস্তারিত হাদিস নিছে দেওয়া রইলো ।

  • মক্কা বিজয় । মক্কা বিজয় সম্পর্কে বিস্তারিত হাদিস নিছে দেওয়া রইলো ।

    মক্কা বিজয় । মক্কা বিজয় সম্পর্কে বিস্তারিত হাদিস নিছে দেওয়া রইলো ।

    ৪৪৭৩। আবদুল্লাহ ইবনু আবদুর রহমান দীরেমী (রহঃ) … আবদুল্লাহ ইবনু রাবাহ (রহঃ) থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমরা ভ্রমন করে মুয়াবিয়া ইবনু আবূ সুফিয়ান (রাঃ) এর নিকট গেলাম। আমাদের মধ্যে তখন আবূ হুরায়রা (রাঃ)ও ছিলেন। প্রত্যেকেই এক দিন তার সাথীর জন্য খাবার তৈয়ার করতেন। একদিন আমার পালা আসল। তখন আমি বললাম, হে আবূ হুরায়রা!…