-
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগাত) করা দ্বারা পবিত্র হয় , তাহলে কি করতে হবে , জেনে নিন।
৭০১। ইসহাক ইবনু মানসুর ও আবূ বাকর ইবনু ইসহাক (রহঃ) … আবূল খায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী ইবনু ওয়ালা আস-সাবাঈ কে চামড়ার পোশাক পরিহিত দেখে তা হাত দিয়ে স্পর্শ করলাম। তিনি বললেন, হাত দিয়ে কি দেখছ? আমি (এ ব্যাপারে) আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) কে জিজ্ঞেস করেছি যে, আমরা আল-মাগরিব (আফ্রিকার পশ্চিমাঞ্চলে) থাকি।…