Tag: যে ব্যক্তি রুকূ‘তে স্বীয় পিঠ সোজা করে না

  • যে ব্যক্তি রুকূ‘তে স্বীয় পিঠ সোজা করে না , তার কি নামাজ হবে? জেনে নিন!

    যে ব্যক্তি রুকূ‘তে স্বীয় পিঠ সোজা করে না , তার কি নামাজ হবে? জেনে নিন!

    ৮৬২। ‘আবদুর রহমান ইবনু শিবল (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাকের ঠোকরের মত (তাড়াতাড়ি) সিজদা্ করতে, চতুষ্পদ জন্তুর ন্যায় বাহু বিছাতে এবং উটের ন্যায় মসজিদের মধ্যে নির্দিষ্ট স্থান বেছে নিতে।[1] হাসান।[1] নাসায়ী (অধ্যায় : তাত্ববীক্ব, অনুঃ কাকের মত ঠোকর মারা নিষেধ, হাঃ ১১১১), ইবনু মাজাহ (অধ্যায় : সালাত, অনুঃ…