-
রমজানের মাসআলা ,মাসায়েল ও ১০ দিনের বিশেষ আমল!
রোজার মাসয়ালা-মাসায়েল জেনে নিন মাসআলা: প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বালেগ মুসলিমের উপর রমযানের রোযা ফরয। -সূরা বাকারা : ১৮৫; রদ্দুল মুহতার ২/৩৭২মাসআলা: শাবানের ২৯ তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত হলে পরদিন থেকে রোযা রাখতে হবে। নতুবা শাবানের ৩০ দিন পূর্ণ করার পর রোযা রাখা শুরু করবে। -সহীহ মুসলিম ১/৩৪৭মাসআলা: আকাশ মেঘাচ্ছন্ন থাকলে রোযা শুরুর জন্য…