Tag: স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেওয়া কি যাবে।

  • স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেওয়া কি যাবে।

    স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেওয়া কি যাবে।

    ৩৮১১। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) … আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) … আবদুল্লাহ ইবনু সায়িব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু মাকালের নিকট মুযারা’আ (বর্গাচাষ) সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বললেন, সাবিত ইবনু যাহহাক (রাঃ) আমাকে জানিয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযারা’আ থেকে নিষেধ করেছেন। ইবনু আবূ শায়বার বর্ণনায় কথাটি এরূপ আছে…