-
সালাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সিজদা দেওয়া কি যাবে ইসলামে কি বলা আছে জেনে নিন।
১১৫৮-(৮৭/…) আবূ রাবী’ আয যাহরানী (রহঃ) … আবদুল্লাহ ইবনু মালিক ইবনু বুহায়নাহ আল আযদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন সালাতরত অবস্থায় যে দু’ রাকাআত আদায় করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার ইচ্ছা থাকা সত্ত্বেও দাঁড়িয়ে পড়লেন। তিনি সালাত আদায় করতে লাগলেন। অবশেষে সালাতের শেষ পর্যায়ে পৌছে সালাম ফিরানোর পূর্বে দু’টি সিজদা করলেন। তারপর সালাম…