ফজর ও ‘আসর-এর (সালাতের) পর তাওয়াফ করা।
১৫৩১। হাসান ইবনু মুহাম্মদ (রহঃ) … ‘আবদুল ‘আযীয ইবনু রূফায়’ই (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) কে ফজরের সালাতের পর তাওয়াফ করতে এবং দু’ রাক’আত (তাওয়াফের) সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখেছি। ‘আবদুল ‘আযীয (রহঃ) আরও বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) কে ‘আসরের সালাতের পর দু’ রাক’আত সালাত আদায় করতে দেখেছি … Read more